অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মির সীমান্তে অস্ত্র বিরতি চুক্তি বিষয়ে ভারত ও পাকিস্তান একমত হয়েছে


Indian Paramilitary soldiers are seen through barbed wire in Srinagar, Indian-controlled Kashmir, May 19, 2018.
Indian Paramilitary soldiers are seen through barbed wire in Srinagar, Indian-controlled Kashmir, May 19, 2018.

বিরোধিত কাশ্মিরে ২০০৩ সালের অস্ত্র বিরতি চুক্তি বজায় রাখার বিষয়ে ভারত ও পাকিস্তান একমত হয়েছে। ওই এলাকায় কয়েক মাস ধরে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে।

বুধবার পাকিস্তানের সামরিক বাহিনী ঘোষণা করে যে বিশেষ হটলাইনে আলোচনার সময় দু’পক্ষ বৈরিতা বন্ধ করার বিষয়ে একমত হয়েছে।

কয়েক মাস ধরে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে গোলা গুলি বিনিময় করেছে। তার ফলে হাজার হাজার বেসামরিক মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

XS
SM
MD
LG