অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু-কাশ্মির রাজ্যেচলছে রাজ্যপালের শাসন


ছয় সপ্তাহ আগে জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রি মুফতি মহম্মদ সৈয়দের মৃত্যুর পর থেকে রাজ্যে কোনও নির্বাচিত সরকার নেই। চলছে রাজ্যপালের শাসন। কিন্তু আশা, বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বুধবার রাতে শ্রীনগরে এসে মুফতির কন্যা তথা, পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা পিডিপি-র নেত্রী মেহবুবার সঙ্গে গোপন আলোচনা সেরে যাওয়ার পরে সম্ভবত বরফ গলছে। মেহবুবার দাবি ছিল, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ওপর কাশ্মিরের মানুষের আস্থা বাড়ে, এমন কয়েকটি পদক্ষেপ নিক কেন্দ্র। শোনা যাচ্ছে, রাম মাধব প্রতিশ্রুতি দিয়েছেন, পিডিপির দাবি মেনে কাশ্মিরের উরি আর দুলহস্তি জলবিদ্যুত প্রকল্পদুটি রাজ্যের হাতে তুলে দেবে কেন্দ্র। এ ছাড়া, বিতর্কিত আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট পরীক্ষামূলক ভাবে তুলে নেওয়া হবে রাজ্যের রাজধানী শ্রীনগর ও কাটুয়া জেলা থেকে। এই দুই জায়গায় জঙ্গী উপদ্রব নেই। মেহবুবা কি এতে সন্তুষ্ট হবেন? হলে তাঁর নেতৃত্বে আবার নতুন সরকার গঠিত হতে পারে শীগগীরই।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG