আজ বৃহস্পতিবার, ভারতীয় সময় ভোরের দিকে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপরেভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে দুইজঙ্গি। ভারতীয় সেনার কাছে খবর ছিল, সোপরের নাতিপোরা এলাকায় কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়েছে। গতকাল ভারতীয় সময় রাত সাড়ে তিনটে থেকে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে তারা। দুই জঙ্গি স্থানীয় একটি বাড়িতে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে।তল্লাশির সময় জঙ্গিরা সেনার ওপর গুলি চালাতে শুরু করে, শুরু হয় গুলির লড়াই। আজ সকাল পৌনে সাতটায় শেষ হয় সংঘর্ষ,এবং দুই জঙ্গিরই মৃত্যু হয়। ভারতীয়সেনার দিকে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই বলেই জানা গেছে।ভারতীয় সেনা বাহিনীর রাষ্ট্রীরতীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশ এক সঙ্গে এই যৌথ অপারেশন চালিয়েছে বলেই খবর।
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।