অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরি জনগণের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানে বিক্ষোভ


শুক্রবার পাকিস্তানে হাজার হাজার জনতা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ পদ-মর্যাদা বিলুপ্ত করার প্রতিবাদে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন I দুপুরের দিকে পাকিস্তান ও কাশ্মীরের জাতীয় সংগীত প্রচারের সময় রাস্তায় চলাচল বিঘ্নিত হয় I পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইমরান খান রাজধানী ইসলামাবাদে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, কাশ্মীর যতদিন না স্বাধীন হচ্ছে, আমরা কাশ্মীরি জনগণের সঙ্গে থাকবো I ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদাই শুধু বিলুপ্ত করেনি, সেখানে কারফিউ আরোপ করেছে এবং আনুমানিক ৪০০০ রাজনৈতিক নেতা, সক্রিয়বাদী ও সুশীল সমাজের প্রতিনিধিদের গ্রেফতার করেছে I

অন্য এক খবরে জানা যায়, প্রধানমন্ত্রী, ইমরান খান কাশ্মীরি জনগণের সঙ্গে সংহতি প্রকাশের লক্ষ্যে ৩০ মিনিট ধরে তাদের ঘর-বাড়ি, দোকান-পাট ও অফিস-আদালতের বাইরে জমায়েত হবার যে আওভান করেছেন, তাতে আশাব্যঞ্জক কোনো সাড়া পাওয়া যায়নি I এর সফলতা ও পরিকল্পনা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন I

XS
SM
MD
LG