অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলীর মেক্সিকো সীমান্ত পরিদর্শন


যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলী শুক্রবার যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন।

সান দিয়াগো, ক্যালিফোর্নিয়া ও মেক্সিকোর তিজুয়ানার মধ্যবর্তী স্থানে কর্মরত ফেডারেল, ষ্টেট ও স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন অভিবাসন বাবদ ফেডারেল অর্থায়নে শিঘ্রই বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

এর আগে বৃহস্পতিবার কেলী দক্ষিন এ্যারিজোনা সফর করেন। বলা হয় এ্যারিজোনার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশী অবৈধ অভীবাসি যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। তারও আগে তিনি দক্ষিন টেক্সাসের সীমান্ত সফর করেন।

অবসরপ্রাপ্ত মেরিণ জেনারেল জন কেলীকে গতমাসে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রটারী নিয়োগ দেয়া হয়।

XS
SM
MD
LG