অ্যাকসেসিবিলিটি লিংক

কিনিয়ায় কর্মকর্তারা বলেন বিপণিকেন্দ্রে অধিকাংশ পণবন্দীকে উদ্ধার করা হয়েছে


কিনিয়া বলেছে নাইরোবীর বিপণিকেন্দ্রে এখন অল্প কয়েকজন পণবন্দী আছে। শনিবার ইসলামপন্থী উগ্রবাদীরা ওই বিপণিকেন্দ্রে হামলা চালায়। বিপুল সংখ্যক মানুষ হামলায় নিহত হয়।

সোমালি সন্ত্রাসী গ্রুপ আল শাবাব আক্রমণের দায় স্বীকার করেছে। তারা বলেছে সোমালিয়ায় কেনিয়ার সামরিক হস্তক্ষেপে প্রতিশোধে তারা আক্রমণ চালায়।

রবিবার রাতে ওয়েস্টগেট বিপণিকেন্দ্রে কিনিয়ার বাহিনী হামলা চালায় লোকজনকে উদ্ধার করার জন্য। বন্দুকধারীরা অনেককে পণবন্দী হিসেবে আটকে রেখেছে এবং অনেকে বন্দুকধারীদের কাছ থেকে লুকিয়ে আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী Joseph Ole Lenku সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেন যে কেনিয়ার বাহিনী এখন বিপণিকেন্দ্রের প্রতিটি তলা নিয়ন্ত্রণ করে এবং বাদবাকি পণবন্দীদের অধিকাংশকে উদ্ধার করেছে।

তিনি বলেছেন শনিবার হামলা শুরু হওয়ার পর থেকে ৬২জন নিহত হয়।

XS
SM
MD
LG