কিনিয়ার কর্মকর্তারা বলছেন যে লন্ডনে গত সপ্তায় একজন ব্রিটিশ সৈন্যের নৃশংস হত্যার কারণে একজন সন্দেহভাজন ব্যক্তিকে ২০১০ সালে ঐ দেশের সঙ্গে সোমালিয়ার সীমান্ত এলাকায় গ্রেপ্তার করা হয়েছিল।
Michael Adebolajo এবং আরো পাঁচ জনকে আল ক্বায়দা সংশ্লিষ্ট , সোমালি জঙ্গি গোষ্ঠি আল শাবাবের সঙ্গে সম্পৃক্ততার কারণে বন্দরনগরী মোম্বাসায় আটক করে কেনীয় কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে।
মনে করা হয় Adebolajo আল শাবাবের প্রশিক্ষণ গ্রহণ এবং তাদের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল তবে দুদিন পর প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়।
কেনিয়ার সরকারী মুখপাত্র বলেন যে যখন তকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সে একটা ছদ্ম নাম ব্যবহার করছিল।
Michael Adebolajo এবং আরো পাঁচ জনকে আল ক্বায়দা সংশ্লিষ্ট , সোমালি জঙ্গি গোষ্ঠি আল শাবাবের সঙ্গে সম্পৃক্ততার কারণে বন্দরনগরী মোম্বাসায় আটক করে কেনীয় কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে।
মনে করা হয় Adebolajo আল শাবাবের প্রশিক্ষণ গ্রহণ এবং তাদের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল তবে দুদিন পর প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়।
কেনিয়ার সরকারী মুখপাত্র বলেন যে যখন তকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সে একটা ছদ্ম নাম ব্যবহার করছিল।