অ্যাকসেসিবিলিটি লিংক

কিনিয়ায় নির্বাচনের ফলাফলে এ পর্যন্ত উহুরূ কিনিয়াটা তাঁর অগ্রবর্তী অবস্থানটি অক্ষুন্ন রেখেছেন


সোমবার কিনিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের ভোট ফলাফল এ পর্যন্ত যাই জানা গিয়েছে তাতে দেখা যাচ্ছে – প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দীতায় উহুরূ কিনিয়াটা তাঁর অগ্রবর্তী অবস্থানটি অক্ষুন্ন রেখে চলেছেন ।
মঙ্গলবার পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ ভোট কেন্দ্রের ফলাফল নির্ণয় করা গিয়েছে এবং দেখা যাচ্ছে , মি:কিনিয়াটা তাঁর প্রধান প্রতিদ্বন্দী প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার চেয়ে ৫৩-৪১ শতাংশ ব্যবধান নিয়ে এগিয়ে রয়েছেন । মি:কিনিয়াটা হলেন কিনিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী । রাজধানী নাইরোবির উত্তরের এলাকাগুলোয় তাঁর সমর্থন রয়েছে দারূন রকম জোরালো । আর মি:ওডিঙ্গা জিতছেন কিনিয়ার পশ্চিম ও দক্ষিন প্রান্তের অঞ্চলগুলোয় । প্রেসিডেন্ট পদের এবং সেই সঙ্গে সংসদ ও অন্যান্য গুরুত্বপুর্ণ পদের প্রতিদ্বন্দীতার জন্যে বৈধ ভোটার সংখ্যা ছিলো ১ কোটি ৪০ লক্ষ ।
কিনিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমেদ আইযাক হাসান বলেন – ভিন্ন ভিন্ন ৬টি ব্যালট বাক্সে একই দিন ৬টি ব্যালট পেপারের ভোট পড়েছে - ভোটের এই জটিল অবস্থায় বিপুল সংখ্যায় বাতিল ভোট দেখা দিতে পারে বিধায় আমরা কিছুটা চিন্তান্বিত ।
ভোটের ফলাফলের প্রতি সমিহ প্রদর্শন করা হবে – এই মর্মে মি:ওডিঙ্গা-মি:কিনিয়াটা , দু’জনই অঙ্গিকার ব্যক্ত করেছেন ।
XS
SM
MD
LG