অ্যাকসেসিবিলিটি লিংক

কিনিয়ায় এখন ও নিখোঁজ ৬১


কিনিয়ায় ফরেনজিক বিশেষজ্ঞরা নাইরোবীর ওয়েস্ট গেইট বিপণী কেন্দ্রে ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছেন। কেনিয়ার রেডক্রস আজ বলেছে যে চার দিনের ঐ অবরোধের পর এখন ও ৬১ জন নিখোঁজ রয়েছে। সরকারী হিসেবে ঐ হামলায় মৃতের সংখ্যা ৭২


এ দিকে আল ক্বায়দা সংশ্লিষ্ট সোমালি জঙ্গি গোষ্ঠি আল শাবাব আবারও হুশিয়ার করে দিয়েছে যে কিনিয়ার সৈন্যরা সোমালিয়া ত্যাগ না করা পর্যন্ত এই সহিংসতা অব্যাহত থাকবে। তবে কিনিয়া এই দাবি নাকচ করে দিয়েছে।

বুধবার রাতে টুইটারে পাঠানো এক বার্তায় ঐ গোষ্ঠির নেতা মোখ্তার আবু জোবায়ের , যিনি গোদেইন নামেও পরিচিত বলেছেন যে কিনিয়াকে প্রচুর রক্তপাত এবং অর্থনৈতিক ক্ষতি স্বীকারের জন্যে প্রস্তুত হতে হবে । তিনি পশ্চিমি দেশগুলোর ও তীব্র সমালোচনা করেন যারা সোমালিয়ায় কিনিয়ার প্রবেশকে সমর্থন করছে।
XS
SM
MD
LG