অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিশংসক, কিনিয়াবাসির বিরূদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছেন


আন্তর্জাতিক অপরাধ আদালতের মূখ্য অভিশংসক , ২ হাজার আটের গোড়ার দিকে কিনিয়ার নির্বাচন উত্তর সহিংসতা সংঘটনে মদত যোগানোর দায়ে বিচারাধীন বিশিষ্ট এক কিনিয়াবাসির বিরূদ্ধে উত্থিত অভিযোগ প্রত্যাহার করেছেন । ফাতাও বেনসৌদা বলেন – কিনিয়ার সাবেক ক্যাবিনেট সেক্রেটারী এবং কিনিয়ার প্রেসিডেন্ট পদে এখন নির্বাচিত উহূরূ কিনিয়াটার সঙ্গে অপরাধ সংঘটনে সহযোগী ছিলেন ফ্রান্সিস মূথাওরা এবং তাঁর নামে আনা অভিযোগ তিনি প্রত্যাহার করছেন । মিস বেনসৌদা বলেন – ঐ মামলার গুরুত্বপূর্ণ এক সাক্ষি তাঁর দেওয়া সাক্ষের অংশবিশেষ অমুলক বলে প্রত্যাহার করে নিয়েছেন এবং উত্কোচ গ্রহনের কথা স্বীকার করেছেন – এবং একই সঙ্গে সম্ভাব্য অন্যান্য সাক্ষি হয় মারা গিয়েছেন নয়তোবা সাক্ষি দিতে ভয় পাচ্ছেন । ভদ্রমহিলা বলেন – কিনিয়া সরকারও গুরুত্বপূর্ণ কিছু সাক্ষ প্রমান দিতে ব্যর্থ হয়েছে । মিস বেনসৌদা বলেন – মুথাওরার ওপর থেকে অভিযোগ প্রত্যাহার করার অর্থ এটা নয় যে এ সিদ্ধান্ত মামলায় সংশ্লিষ্ট অন্যদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে । অভিশংসকদের পক্ষ থেকে বলা হচ্ছে – প্রেসিডেন্ট পদে এখন নির্বাচিত উহূরূ কিনিয়াট্রার বিরুদ্ধে খুন , বলাত্কার এবং বলপূর্বক স্থানান্তরণসহ মানবতা বিরোধি সব অভিযোগ রয়েছে ।
XS
SM
MD
LG