অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ার নির্ব্বাচন প্রসঙ্গ


কেনিয়ার নির্ব্বাচন কমিশন বুধবার জানিয়েছে, যে সুপ্রিম কোর্ট অগাস্ট মাসের নির্ব্বাচনে যে ৮জন প্রার্থীকে বাতিল বলে ঘোষণা করেছিল, তারা অক্টোবরের ২৬ তারিখের ফিরতি নির্ব্বাচনে অংশ নিতে পারবেন I নির্ব্বাচন কমিশন জানায় প্রার্থীর তালিকায় এখনো বিরোধী দলীয় নেতা, রাইলা ওদিঙ্গার নাম রয়েছে, যদিও তিনি নির্ব্বাচনে দাঁড়াবেন না এমন আভাষ দিয়েছিলেন I তবে তিনি তাঁর নাম এখনো প্রত্যাহার করেন নি I

বিরোধী নেতা রাইলা ওদিঙ্গা নির্ব্বাচনে অংশ নিচ্ছেন না এমন গুজব ছড়ালে হাজার হাজার সমর্থক রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন I

XS
SM
MD
LG