ভারতের উত্তরাঞ্চলীয় রাজস্থান প্রদেশে প্রচুর বৃষ্টিপাতের কারণে এশিয়ার সবচাইতে জনপ্রিয় পাখিদের অভয় আশ্রয়স্থল এখন অতিথি পাখিদের আগমনে বিপুল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে I কেও লাদেও ন্যাশনাল পার্ক এখন অতিথি পাখিদের কলকাকলিতে মুখর I
আফগানিস্তান, চীন ও হিমালয় অঞ্চলের তীব্র শীতের আবহাওয়া থেকে পাখিরা ছুটে আসে খাদ্যের খোঁজে আর বংশ বৃদ্ধির আশায় I World Wildlife Fund 'র অভিষেক ভাটনাগর বলেন, পাখিদের আগমনে আমরা উল্লসিত, এ বছর আমরা এক লক্ষের অধিক অতিথি আশা করছি I