অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়া মহাদেশের তিনটি সফরের উদ্দেশ্য লাওসে গিয়ে পৌছেছেন জন কেরি


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি এশিয়া মহাদেশের তিনটি দেশ লাওস, ক্যাম্বোডিয়া এবং চীন সফরের উদ্দেশ্য আজ রোববার লাওসে গিয়ে পৌছেছেন।

দক্ষিণপুর্ব রাষ্ট্রসমূহের সংগঠন আসিয়ানের বর্তমান প্রধান লাওসে তিনি দু দিনের সফর করছেন। দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বিতামূলক দাবির মুখে চীনের ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। চীন সেখানে কুত্রিম ভাবে দ্বীপ তৈরি করছে। আগামি মাসে ক্যালিফোর্নিয়ায় আসিয়্ন সদস্যদের সম্মেলনের আয়োজন করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

অনুমান করা হচ্ছে কেরি লাওসে তাঁর এই সফরের সময়ে , চীনের দাবির বিপরীতে , একটি সম্মিলিত ফ্রন্ট গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেবেন।

দক্ষিণ চিন সাগরে দাবিদার অন্যান্য দেশ এবং যুক্তরাষ্ট্র বলছে , সেখানে চীনের এই কার্যকলাপ , অঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। কেরি ক্যাম্বোডিয়ায় যাবেন সোমবার রাতে এবং চীনের পথে রওয়ানা হবেন বুধবার। সেখানে তিনি উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষা নিয়ন্ত্রণ করানোর জন্য চীনের উপর চাপ দেবেন বলে মনে করা হচ্ছে।

XS
SM
MD
LG