অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বের নিরাপত্তার প্রতি ঝুঁকি : কেরি


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী আজ বলেছেন যে বিশ্বের স্থিতিশীলতা নির্ভর করছে জলবায়ু পরিবর্তন এবং কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তার উপর।

মিলানে রপ্তানী মেলায় কেরী বলেন যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত অস্থিরতার ফলে কৃষি ক্ষেত্রে ব্যর্থতা আন্তর্জাতিক হুমকির সৃষ্টি করেছে । ইটালিতে অনুষ্ঠিত এই মিলান এক্সপো , খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে এবং কেরী উপস্থিত সকলকে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে দ্রুত সক্রিয় হবার আহ্বান জানান। তিনি বলেন, ভুল করবেন না , ব্যাপারটা কেবল ক্ষুধা নিবৃত্তির নয় , কেবল মাত্র খাদ্য নিরাপত্তার ও নয় , বিষয়টি বিশ্ব নিরাপত্তার।

কেরী বলেন যে এটা একদমই কাকতালীয় কোন ব্যাপার নয় যে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর আগে দেশটি মারাত্মক এক খরার স্মুখীন হয়েছিল যার ফলে প্রায় ১৫ লক্ষ লোক দেশান্তরী হয় যা কীনা রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। তিনি অবশ্য বলেন যে জলবায়ু পরিবর্তনের জন্য সিরিয়ায় সঙ্কট সৃষ্টি হয় তা তিনি বলছেন না। সঙ্কটের কারণ একজন স্বৈরশাসক যে তার জনগণকে বোমা মেরেছে , নির্যাতন করেছে কিন্তু খরার ধ্বংসাত্মক রূপ খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করেছে।

কেরী ইউরোপে তিনটি রাষ্ট্র সফরের প্রথম পর্যায়ে এখ ইটালিতে আছেন।

এর পর তিনি ফ্রান্স ও স্পেন সফরেও যাবেন।

XS
SM
MD
LG