যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ এবং তিনি পুরোপুরি নিশ্চিত যে চরমপন্থীরা পরাজিত হবে।
সংযুক্ত আরব এমিরাতে সফরের সময়, NBC'র "Today Show" টেলিভিশন অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কেরী বলেন এক কলাকৌশল তারা অনুসরন করছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র যারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে কোয়ালিশনে নেতৃত্ব দিচ্ছে, তারা তাদের সামরিক, সন্ত্রাস দমন এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে।
তিনি আরও বলেন যে সন্ত্রাসীরা ফ্রান্স, লেবানন এবং মিশরে আক্রমণ চালিয়েছে, তারা, ইরাক ও সিরিয়ায়, ইসলামিক স্টেটের জঙ্গিরা যা করছে তাতে আকৃষ্ট হয়। তিনি বলেন তিনি অনুমান করছেন যে আসন্ন দিনগুলোতে ওই দুটি দেশে কোয়ালিশনের আক্রমণ আরও বেড়ে যাবে।