যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন উত্তর কোরিয়া যদি আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর হুমকি বাস্তবায়ন করে তাহলে তারা একটা বড় ধরনের ভুল করবে। উত্তর কোরিয়ার কর্মকর্তারা বলেছেন যে কোন সময় তা হতে পারে।
শুক্রবার সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পাশে দাড়িয়ে কেরী আরও বলেন আন্তর্জাতিক সমাজ কোনদিনই উত্তর কোরিয়াকে পারমানবিক অস্ত্রধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের এক রিপোর্ট ফাঁস হওয়া সত্ত্বেও কেরী বলেছেন পেন্টাগন মনে করে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পারমানবিক বোমা বসানোর ব্যাপারে সক্ষম নয়। কিন্তু ওই রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে উত্তর কোরিয়া তাতে সক্ষম।
পিয়ংইয়ং সম্প্রতি বারবার যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ড এবং ওই অঞ্চলে আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পারমানবিক যুদ্ধ চালানোর হুমকি দিয়েছে। তারা এই সতর্কবানীও উচ্চারণ করেছে যে আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর চুড়ান্ত পর্যায়ে তারা আছে এবং তারা যে তাতে সক্ষম, ওই পরীক্ষা সেটাই প্রতীয়মান করবে।
শুক্রবার সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পাশে দাড়িয়ে কেরী আরও বলেন আন্তর্জাতিক সমাজ কোনদিনই উত্তর কোরিয়াকে পারমানবিক অস্ত্রধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের এক রিপোর্ট ফাঁস হওয়া সত্ত্বেও কেরী বলেছেন পেন্টাগন মনে করে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পারমানবিক বোমা বসানোর ব্যাপারে সক্ষম নয়। কিন্তু ওই রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে উত্তর কোরিয়া তাতে সক্ষম।
পিয়ংইয়ং সম্প্রতি বারবার যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ড এবং ওই অঞ্চলে আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পারমানবিক যুদ্ধ চালানোর হুমকি দিয়েছে। তারা এই সতর্কবানীও উচ্চারণ করেছে যে আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর চুড়ান্ত পর্যায়ে তারা আছে এবং তারা যে তাতে সক্ষম, ওই পরীক্ষা সেটাই প্রতীয়মান করবে।