যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তিউনেশিয়ার অগ্রগতিতে প্রশংসা করার জন্যে এক অঘোষিত সফরে সে দেশে গেছেন। তিনি বছর আগে তিউনেশিয়ায় আরব বসন্ত শুরু হয়।
রাজধানী তিউনিসে তিনি প্রেসিডেন্ট মুনসিফ মারজৌকির সঙ্গে দেখা করে তাঁকে জানান যেসেঁখানে অন্তবর্তী পর্যায়ে সুচিন্তিত এবং যুক্তিসঙ্গত যে সব পদক্ষেপ তিনি নিয়েছেন , যুক্তরাষ্ট্র তাতে অভিভূত।
কেরি বলেন যে জানুয়ারি মাসে অনুসমর্থিত তিউনেশিয়ার নতুন সংবিধান , ঐ অঞ্চলে অন্যদের জন্যে দৃষ্টান্ত হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন ঐ সংবিধানের শেকড় , সাম্য , স্বাধীনতা , নিরাপত্তা , অর্থনৈতিক সুযোগ এবং আইনের শাসনের মতো গণতান্ত্রিক নীতি মালায় গ্রথিত।
তাঁর সংক্ষিপ্ত এই সফরের সময়ে কেরি তিউনেশিয়ার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
তিউনেশিয়ার নতুন সংবিধানে দেশটিকে ইসলামি আইনের ভিত্তিতে নয় , গণতান্ত্রিক নীতির ভিত্তিতে গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে। তবে সরকারের কোন কোন বিরোধী বলছেন যে নারী অধিকার সুরক্ষায় সংবিধানে যথেষ্ট কিছু বলা হয়নি।
এই নতুন সংবিধানের প্রশংসা করে জাতিসংঘে মহাসচিব বান কী মুন বলেছেন তিনি মনে করেন যে , যে সব দেশ সংস্কার আনতে চায় তাদের জন্যে তিউনেশিয়া একটি মডেল স্বরূপ।
রাজধানী তিউনিসে তিনি প্রেসিডেন্ট মুনসিফ মারজৌকির সঙ্গে দেখা করে তাঁকে জানান যেসেঁখানে অন্তবর্তী পর্যায়ে সুচিন্তিত এবং যুক্তিসঙ্গত যে সব পদক্ষেপ তিনি নিয়েছেন , যুক্তরাষ্ট্র তাতে অভিভূত।
কেরি বলেন যে জানুয়ারি মাসে অনুসমর্থিত তিউনেশিয়ার নতুন সংবিধান , ঐ অঞ্চলে অন্যদের জন্যে দৃষ্টান্ত হিসেবে কাজ করতে পারে। তিনি বলেন ঐ সংবিধানের শেকড় , সাম্য , স্বাধীনতা , নিরাপত্তা , অর্থনৈতিক সুযোগ এবং আইনের শাসনের মতো গণতান্ত্রিক নীতি মালায় গ্রথিত।
তাঁর সংক্ষিপ্ত এই সফরের সময়ে কেরি তিউনেশিয়ার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
তিউনেশিয়ার নতুন সংবিধানে দেশটিকে ইসলামি আইনের ভিত্তিতে নয় , গণতান্ত্রিক নীতির ভিত্তিতে গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে। তবে সরকারের কোন কোন বিরোধী বলছেন যে নারী অধিকার সুরক্ষায় সংবিধানে যথেষ্ট কিছু বলা হয়নি।
এই নতুন সংবিধানের প্রশংসা করে জাতিসংঘে মহাসচিব বান কী মুন বলেছেন তিনি মনে করেন যে , যে সব দেশ সংস্কার আনতে চায় তাদের জন্যে তিউনেশিয়া একটি মডেল স্বরূপ।