যুক্তরাষ্ট্ররের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী আফ্রিকা সফর শুরু করেছেন। তার এই সফরের লক্ষ্য হচ্ছে দক্ষিণ সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যে সহিংসতা চলছে তা বন্ধ করা।
ভয়েস অব আমেরিকার সংবাদদাতা ষ্কট ষ্টার্ন্স পররাষ্ট্রমন্ত্রীর সংগে সফর করছেন। তিনি জানান, কেরী বুধবার ইথিয়পীয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছান। সেখানে বৃহস্পতিবার তিনি ইথিয়পীয়া, উগান্ডা এবং কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সংগে দক্ষিণ সুদানের বিবোদমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন ঊর্ধোতন কর্মকর্তা মংগলবার জানিয়েছেন যে দক্ষিণ সুদান সরকার এবং বিদ্রোহী উভয়ের প্রতি কেরী কঠোর ভাষায় বক্তব্য দেবেন। যারা সহিংসতার জন্য দায়ী আমেরিকা ঐসব ব্যক্তির ওপরে সফর এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকী দিয়েছে।
তিনি সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সংগে আল-কাইদার সংগে সংশ্লিষ্ট আল সাবাবের বিরুদ্ধে লড়াইএর বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
এই সফরে তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কংগো এবং এংগোলা যাবেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ওয়াশিংট ফিরে আসবেন।