অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান সহমত হয়েছে :কেরি


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির চূড়ান্ত খসড়ার ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছেছে। ঐ চুক্তি ২০১৪ সালের পর আফগানিস্তানে মার্কিন সৈন্যের উপস্থিতির বিষয়টি তুলে ধরবে।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এই চুক্তি নিয়ে সমঝোতা করেছেন। কিন্তু গ্র্যান্ড কাউন্সিলের আড়াই হাজার বয়োজ্যেষ্ঠ সদস্য , যারা লোয়া জির্গা হিসেবে পরিচিত , তাদেরকে প্রথমে এই চুক্তি অনুমোদন করতে হবে এবং তারপর তা আফগান সংসদে যাবে ভোটের জন্যে।

এই লোয়া জির্গা ঐ খসড়া চুক্তির যে কোন অংশ বাতিল বা সংশোধন করতে পারে এবং সেটি সম্পূর্ণ বাতিল করলে , সম্ভবত আফগান সরকার সেটি স্বাক।ষর করতে পাবে না।

বৃহস্পতিবার থেকে জির্গার যে সমাবেশ হচ্ছে তার মধ্যে রয়েছে উপজাতীয় লোকজন , রাজনৈতিক নের্তৃত্ব এবং বুদ্ধিজীবি । ঐ বৈঠকে জন্যে কাবুলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং সভা স্থলের পথে অনেকগুলো তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।
XS
SM
MD
LG