জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত ৮ ফেব্রুয়ারী থেকে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ৪ মাসের অন্তবর্তীকালীন জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। একই সাথে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে নিয়মিত লিভ টু আপিলের আদেশ দিয়েছে। বিএনপি পক্ষের আইনজীবীগণ এতে ক্ষোভ প্রকাশ করেছেন। খালেদা জিয়ার আইনজীবী এবং সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ’বিচার বিভাগ ইতোপুর্বে এভাবে আর কখনও ছিলনা। হাইকোর্টের জামিন আদেশ আপিল বিভাগে স্থগিত করা সম্পর্কে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল বিভাগ পুরো বিষয়টি না জেনে না শুনে কোনো সিদ্ধান্ত দিতে পারে না।
জামিন স্থগিতের ঘটনায় বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল বলেছেন, এটা সরকারী ইচ্ছার প্রতিফলন। এদিকে, কুমিল্লার একটি আদালত নৈশ পথে আগুনের মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন বুধবার নামঞ্জুর করেছে।