বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ, ১৬ টি দেশের কূটনীতিকরা। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে কূটনীতিকদের বৈঠক চলে প্রায় দু’ ঘন্টা। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশের রাজনৈতিক সংকটসহ নানা বিষয় নিয়ে বাংলাদেশে যুক্তরাস্ট্রের রাষ্ট্রদূত সহ ইউরোপীয়ন ইউনিয়ন ও বিভিন্ন দেরেশর কুটনীতিকরা গুলশান কার্যালয়ে গিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছেন। সে সম্পর্কে সেলিম হোসেন এখন কথা বলছেন ঢাকায় মতিউর রহমান চৌধুরীর সঙ্গে।