জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবী মঙ্গলবার তাঁর ময়াক্কেলের বেকসুর খালাসের আবেদন করে যুক্তিতর্কের সমাপ্তি টানেন।
মঙ্গলবার ঢাকার একটি বিশেষ আদালতে দশ দিন ব্যাপী যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ আদালতে এমন আবেদন জানিয়ে বলেন দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছে তা বাঁদি পক্ষ প্রমাণ করতে পারেনি।
তিনি বলেন ঘটনার ১৮ বছর পর দায়ের করা মামলাটির আসল নথিপত্র যে নেই প্রসিকিউশন তা স্বীকার করেছে। মামলাটি প্রথমদিনেই খারিজ করা উচিত ছিল বলে উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন এটা যে এখনও চলছে এটাই অস্বাভাবিক।
২০০৮ সালে দুদক বাঁদি হয়ে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক জিয়া এবং অপর ৪ জনের বিরুদ্ধে মামালা দায়ের করে। অন্যান্য অভিযুক্তদের পক্ষে যুক্তিতর্ক বুধবার থেকে শুরু হবে।
এর আগে দুদকের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শেষে খালেদা জিয়া সহ মামালার সকল আসামীর সর্বচ্চ সাজা দাবি করেন।
এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।