বাংলাদেশে মাদক বিরোধী অভিযানের সময় মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার সকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কথিত বন্দুক যুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ নিয়ে গত ১৬ থেকে ২৩শে মে পর্যন্ত ৮ দিনে পুলিশ এবং র্যাব এর সাথে বন্দুক যুদ্ধে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি বন্দুক যুদ্ধে নিহতদের মধ্যে অধিকাংশই মাদক ব্যবসায়ী।
মানবাধিকার কর্মীরা মাদকের বিস্তারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়ে মাদক বিরোধী অভিযানে তাদের ভাষায় আইন-শৃঙ্খলা বাহিনী যে ভাবে বন্দুকের ব্যবহার করছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে, বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন, মাদক বিরোধী অভিযানের নামে যে ভাবে ক্রসফায়ারে দেয়া হচ্ছে তা কোন সভ্য গণতান্ত্রিক দেশে হওয়া উচিৎ নয়। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে সরকার বিরোধীদের দমনের কাজেও ব্যাবহার করা হচ্ছে।