অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী বাহিনী কার্কুক শহরের উত্তরে বিমান ঘাঁটি দখল করেছে


Members of Iraqi federal forces gather to continue to advance in military vehicles in Kirkuk, Iraq, Oct. 16, 2017.
Members of Iraqi federal forces gather to continue to advance in military vehicles in Kirkuk, Iraq, Oct. 16, 2017.

ইরাকী সামরিক বাহিনী বলেছে তাদের সেনারা বিতর্কিত কার্কুক শহরের উত্তরে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সহ, একটি বিমানবন্দর, একটি তেল কম্পানি এবং শহরের চতুর্দিকে বিভিন্ন অবস্থান তারা দখল করেছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি, সরকার পন্থী যোদ্ধাদের কার্কুকে নিরাপত্তা রক্ষার আহ্বান জানানোর পর, নিরাপত্তা বাহিনী সোমবার কুর্দি যোদ্ধাদের কাছ থেকে কে ওয়ান বিমান ঘাঁটি পুনরায় দখল করে।

আবাদি জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলেন যে কুর্দি স্বাধীনতা গণভোটের পর তাঁর ওই পদক্ষেপ নেওয়াটা একটা কর্তব্য হয়ে দাড়ায়। তিনি বলেন যে গণভোটের কারণে ইরাক বিভাজিত হওয়ার বিপদের সম্মুখীন।

ইরাকী রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, যে সরকারি সেনারা গত রাতে কার্কুক প্রদেশের ব্যাপক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে কুর্দি কর্মকর্তারা বলছেন তা সঠিক নয়।

XS
SM
MD
LG