অ্যাকসেসিবিলিটি লিংক

দিনে দিনে যেন প্রসারিত হয়ে উঠছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা


kolkata book fair
kolkata book fair

কলকাতার আন্তর্জাতিক বইমেলা দিনে দিনে যেন প্রসারিত হয়ে উঠছে। এখন বাঙালির বারো মাসে তেরো পার্বনের অন্যতম প্রধান এক অনুষ্ঠান বলা যায় এই বই মেলাকে। ৪৩তম বইমেলায় শনিবার ইউএসএ স্টলে আমাদের বাংলা বিভাগের শ্রোতা-দর্শকদের সঙ্গে কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী, পরমাশিস ঘোষরায়, শ্রোতা সমন্বয়কারী কমল পাল এবং কলকাতা আমেরিকান সেন্টারের কর্মকর্তাদের আলাপচারিতাও ছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে এই বইমেলা চলছে। কম কথা নয়। এর শুরু হয়েছিল কীভাবে, কলকাতা বইমেলা কবে আন্তর্জাতিক রূপ নিল, এই বইমলাকে কেন বিশ্বের সর্ববৃহৎ বইমেলা বলা হয়, এ সব বিষয়েই আমাদের স্টুডিও থেকে রোকেয়া হায়দার কথা বলছেন কলকাতায় সংবাদদাতা দীপংকর চক্রবর্তীর সঙ্গে আসুন শোনা যাক

please wait

No media source currently available

0:00 0:14:05 0:00

XS
SM
MD
LG