আগামী ৮ নভেম্বর কলকাতার রাস্তায় সরকার-বিরোধী মিছিলে যোগ দিতে চলেছেন হাজার দশেক মসজিদের ইমাম ও মুয়াজ্জেন। মিছিলের অন্যতম উদ্যোক্তা,অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন-এর সচিব মহম্মদ কামারুজ্জামান অভিযোগ করেছেন, ইমাম ও মুয়াজ্জেনদের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সব রক্ষা করেন নি। অভিযোগ, পাঁচ বছর ধরে ইমামদের মাত্র আড়াই হাজার ও মুয়াজ্জিনদের এক হাজার টাকা করে যে মাসোহারা দেওয়া হচ্ছে, তা অপ্রতুল ও অনিয়মিত। অঙ্কটা বাড়িয়ে যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকা করা উচিত বলে তাঁদের দাবি। ইদের দিন শহরের রোড রোডে সবচেয়ে বড় যে সমাবেশটি যিনি পরিচালনা করেন, সেই ইমাম কারি ফজলুর রহমান বলেন, মুসলিমদের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, তার তো কিছুই হয় নি। আবার, ভিন্ন সুরে টিপু সুলতান মসজিদের ইমাম সৈয়দ নুর রহমান বরকাতি বলেন, রাজ্য সরকারের অর্থাভাব চলছে, এখন দাবি তোলা ঠিক নয়।
এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।