অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যাক হয়ে গেল কলকাতা শহরের বেশ কয়েকটি কলেজের ওয়েব সাইট


একই সংগে হ্যাক হয়ে গেল কলকাতা শহরের বেশ কয়েকটি কলেজের ওয়েব সাইট। উত্তর কলকাতার মনীন্দ্র চন্দ্র কলেজ , মহারানী কাশেশ্বরী , রামমোহন কলেজ, বিবেকানন্দ কলেজ ফর উইমেন,জর্জ গ্রুপ অফ কলেজ এবং আনন্দমোহন কলেজের ওয়েব সাইট হ্যাক হয়েছে।

হ্যাক হয়ে যাওয়া ওয়েব সাইট গুলি খোলার সাথে সাথে দেখাতে থাকে যে ওগুলি পাকিস্তানের হ্যাকারদের মাধ্যমে হ্যাক হয়েছে।জর্জ কলেজের ওয়েব সাইট এ ভারত সম্পর্কে বিদ্বেষ মুলক মন্তব্য লেখা ছিল। ওয়েব সাইট হ্যাক হওয়ার ঘটনায় কলকাতায় তীব্র চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের তরফে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা পুলিশ প্রশাসন কে বিষয়টি না জানানো হলেও বিষয় টি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে রাজ্যসরকার ও পুলিশ প্রশাসন সর্তকতার সাথেই গুরুত্ব দিয়েই নজর রাখছে বলে জানাগেছে।

পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG