সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজ্যে-রাজ্যে জেলা আদালতগুলিতে বিচারকের অভাব। লাখে লাখে মামলা জমে রয়েছে। আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত টানা ৫ দিন কলকাতা হাইকোর্টে আইনজীবিরা অবিলম্বে নতুন বিচারপতির নিয়োগের দাবিতে কর্মবিরতি শুরু করলেন। দেশের প্রাচীনতম (স্থাপিত হয়েছিল ১৮৬১-তে) কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকবার কথা ৭২ জন, রয়েছেন ৩৩ জন মাত্র। এর মধ্যে ২ জন আবার আন্দামানে সার্কিট বেঞ্চের বিচারপতি হিসেবে প্রায়ই পোর্ট ব্লেয়ারে থাকেন। কম-বেশি ঘাটতি অন্যান্য রাজ্যেও। তবে কলকাতা, কর্নাটক বা মণিপুরে পরিস্থিতি যেন অসহ্য। অতীতেও কলকাতা হাইকোর্টের আইনজীবিদের সংগঠন একই দাবিতে কর্মবিরতি করেছেন, ফল হয় নি। বিচারপতি নিয়োগের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন যে নিয়োগে গাফিলতি, বলা শক্ত।