অ্যাকসেসিবিলিটি লিংক

শীতলকুচি ঘটনার তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট


ভারতের কোচবিহার জেলার শীতলকুচিতে চতুর্থ দফা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনার তদন্ত রিপোর্ট আগামী ৫ই মে'র মধ্যে আদালতে জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবারেই ওই ঘটনার তদন্ত ভার পেয়েছে পশ্চিমবঙ্গের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি। ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় সিআইএসএফ বাহিনীর গুলিতে সেদিন চার জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচিতে গিয়ে বলেছিলেন, রাজ্য সরকার এর তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। সেই অনুযায়ী আজ সিআইডিকে তদন্তভার দেওয়া হয়। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ ওই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে একটি আলাদা মামলা করেছেন।

শীতলকুচি ঘটনার তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট
please wait

No media source currently available

0:00 0:01:16 0:00
সরাসরি লিংক

নির্বাচন কমিশন বলেছে, নিহতদের পরিবারকে কমিশন ক্ষতিপূরণ দেবে। তবে কোনও রাজনৈতিক দলের মাধ্যমে নয়। জেলাশাসকের হাত দিয়ে ক্ষতিপূরণ তুলে দেওয়া হতে পারে। আজ রাত পোহালেই পঞ্চম দফায় ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল। নির্বাচন কমিশন বলে দিয়েছে, কোনও ভাবেই যেন কেন্দ্রীয় বাহিনী গুলি না চালায়। দরকার মনে হলে কাউকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হতে পারে। গ্রামবাসীদের বুকে গুলি চালানো অমানবিক এবং ইচ্ছে করে করা হয়েছে বলে বিরোধী দলগুলো প্রতিবাদ জানিয়েছে।

XS
SM
MD
LG