অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মাটিতে শাখা সংগঠন প্রতিষ্ঠা করেছে অ্যাইএস


ভারতের মাটিতে শাখা সংগঠন প্রতিষ্ঠা করে ফেলেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন অ্যাইএস।ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই কথা জানিয়েছে।

আজ বুধবার সকাল থেকেই দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন এনআইএ-র আধিকারিকরা। রাজধানী এবং তৎসংলগ্ন এলাকায় মোট ১৬ টি জায়গায় তল্লাশি চালানো হয়। উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখাও এনআইএ-র সঙ্গেই তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এন আই এ সূত্রের খবর। এনআইএ সূত্রে আরো খবর , ভারতে আইএস-এর সঙ্গে সম্পর্ক যুক্ত একটি জঙ্গি সংগঠন গোপনে জাল বিস্তার করেছে। সংগঠনটির নাম হরকত-উল-হার্ব-এ-ইসলাম। সংগঠনটির সম্পর্কে বিস্তারিত জানতেই অভিযান চালানো হয়। এনআইএ-র এক মুখপাত্র সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু, এই নতুন চক্রটির সম্পর্কে আর কোনও তথ্য দেয়নি জাতীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG