অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার মেয়র করোনার পরীক্ষামূলক টিকা নিলেন


কলকাতার মেয়র ফিরহাদ হাকিম
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজ বুধবার পূর্ব কলকাতায় বেলেঘাটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ অর্থাৎ কলেরা ও অন্যান্য আন্ত্রিক রোগের চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত জাতীয় সংস্থায় করোনার পরীক্ষামূলক টিকা নিলেন। তৃতীয় দফায় সারাদেশে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ও প্রযুক্তিতে তৈরি করোনা টিকার যে পরীক্ষা শুরু হয়েছে তাতে ভারতের কুড়িটি কেন্দ্রের মধ্যে কলকাতার এই নাইসেড রয়েছে। আজ সকালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার এই করোনা প্রতিষেধক পরীক্ষার উদ্বোধন করেন। তিনি যখন শোনেন, এখনও যথেষ্ট স্বেচ্ছাসেবী টিকা নিতে এগিয়ে আসেননি, তখন তিনি নিজে স্বেচ্ছাসেবী হওয়ার আর্জি জানান। যদিও তাঁর বয়স ৬৯ বছর এবং নানা রকম রোগ শরীরে রয়েছে, সুতরাং তাঁর আবেদন মেনে নেওয়া হয়নি। নাইসেড কলকাতায় এক হাজার স্বেচ্ছাসেবী চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত সাড়া দিয়েছেন মাত্র সাড়ে তিনশো জন। এই অবস্থায় মেয়র ফিরহাদ হাকিম এগিয়ে এসেছেন। তাঁর ধারণা, তিনি স্বেচ্ছাসেবী হলে লোকের সন্দেহ কাটবে এবং আরও কিছু স্বেচ্ছাসেবী পাওয়া যাবে। ফিরহাদ হাকিমের বয়েস ৬২ বছর, তবে স্বাস্থ্য ভাল।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG