গত কয়েক বছর ধরে চালানো জাল নোট পাচার চক্রের এক মূল চক্রীকিংবা মাথা কে অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করল এন আই এ।
যার নাম অশোক কুমার গুপ্তা ওরফে বড়পাও। একে জেরা করে এন আই এ জানতে পেরেছে বাংলাদেশে জালনোট পাচার চক্রের এক মূল পাণ্ডার কথা যার নামমোজাম্মেল হক। এবং সূত্র ধরেই ধৃত অশোক কুমার গুপ্তা রাজ্যের মালদহজেলায় বসেচোরা পথে জাল নোট কারবারে যুক্ত ছিল।প্রসঙ্গত বলা যেতে পারে গত কয়েক মাসেই আগেই এই মালদহ জেলা থেকে জালনোট পাচার করার কাজে যুক্ত থাকার অপরাধে রুবেল মিয়া কে গ্রেপ্তার করে এন আই এ , এবং তাকে জেরা করেই এই অশোক কুমারের সন্ধান পায় এন আই এ তার গোপনে ঝাড়খণ্ডের গিরিডির বাড়ি থেকে অশোক কুমার গুপ্তা কে গ্রেপ্তার করা হয়। এবং একে জেরা করেই দেশের মধ্যে জাল নোট পাচার চক্রের আরও মাথা দের ধরার ব্যাপারে উদ্যোগী হচ্ছেন গোয়েন্দারা বলে খবর।