অ্যাকসেসিবিলিটি লিংক

শীত কালীন অলিম্পিক্স বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিন কোরিয়া


South Korea Koreas Tensions

দক্ষিণ কোরিয়ায় আসন্ন শীত কালীন অলিম্পিক্স খেলায় অংশ নেওয়ার সম্ভাবনার ব্যাপারে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়েছে।

একীকরণ মন্ত্রী চো মিইয়ং-গিওয়ন মঙ্গলবার বলেছেন সিউল ঠিক এক সপ্তাহে পানমুনজম গ্রামে উত্তর কোরিয়ার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করতে চায়। পানমুনজম গ্রামটি দুই দেশের সুরক্ষিত সীমানার অ-সামরিক এলাকার মধ্যে পড়েছে। ২০১৫ সালের ডিসেম্বর মাসের পর দুই দেশের মধ্যে এটি হবে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

নববর্ষ উপলক্ষে টেলিভিশন দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেন যে ফেব্রুয়ারিতে পিয়ংচ্যাংয়ে হতে যাওয়া অলিম্পিকে উত্তর কোরিয়ার দল পাঠানোর কথা তিনি চিন্তা করছেন। এর একদিন পর সিউল বৈঠকের প্রস্তাব দিল।

XS
SM
MD
LG