অ্যাকসেসিবিলিটি লিংক

দুই কোরিয়ার বিচ্ছিন্ন পরিবার পূনর্মিলণের প্রস্তাব


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক-গুয়েন-হাই, কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে নিয়মিত পুনর্মিলনের জন্যে উত্তর কোরিয়াকে প্রস্তাব দিয়েছেন।

জাপানী উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার ৯৫তম বার্ষিকী উপলক্ষে আজ শনিবার এক ভাষণে মিজ পার্ক বলেন যে ১৯৫০ দশকের যুদ্ধ এবং রাজনৈতিক বিভাজনে বিভক্ত বয়সী লোকদের জন্যে সময় দ্রুত বয়ে যাচ্ছে, তাই, তাদেঁর মধ্যে নিয়মিত পুনর্মিলন হওয়া উচিৎ।

উত্তরের মাউন্ট কুমগাং অবকাশ কেন্দ্রে, দুই কোরিয়ার ছয় দিন ব্যাপী পরিবার –পুনর্মিলন মঙ্গলবার শেষ হয়। তিনি বছরের ও বেশি সময়ের মধ্যে এটি ছিল, প্রথম পুনর্মিলন।
XS
SM
MD
LG