অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়ায় ফেরি নৌযান ডুবে নিহত চার - উদ্ধার এক শ’ চুয়াত্তর জন


দক্ষিন কোরিয়ার কর্মকর্তারা বলছেন-বুধবার দেশটির দক্ষিনাঞ্চলিয় উপকূলের অদুরে,সাগরবক্ষে এক ফেরি নৌযান ডুবে গিয়েছে।এ পর্যন্ত চার জনের মৃত্যুর কথা নিশ্চিতভাবে জানা গিয়েছে-এক শ’ চুয়াত্তর জনকে উদ্ধার করা হয়েছে বলে উপকূল টহল দল সূত্রে বলা হচ্ছে।নৌযানটিতে আরোহি ছিলো চার শ‘ উনোশাট জন।আরোহিদের বেশির ভাগই শিক্ষার্থী।আবহাওয়া মোটামুটি শান্ত ছিলো বলেই প্রতিয়মান হয় এবং নৌযানের আরোহিরা যাচ্ছিলো অবকাশ দ্বীপ জেজু অভিমুখে।
আরোহিদের অনেকেই নৌযানের ভেতরেই আটকা পড়ে যায় বলে আশংকা করা হচ্ছে অথবা জলরাশির তোড়ে ভেসে যায় বলে মনে করা হচ্ছে। আশপাশের তাপমাত্রা ছিলো ১২ ডিগ্রি সেলসিয়াস।
কয়েক ডজন হেলিকপ্টার ও নৌযান ব্যাপক সন্ধানী ও উদ্ধার তত্পরতায় সংশ্লিষ্ট রয়েছে- উদ্ধার কাজে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ডুবুরী সমৃদ্ধ উভচর যান 'এ্যামফিবিয়াস এ্যাসল্ট নৌযানও।
উদ্ধারকৃতদেরকে কাছাকাছির জীন্দো দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে।
XS
SM
MD
LG