অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার আলোচনার প্রস্তাব নাকচ করেছে দক্ষিণ কোরিয়া


দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার প্রস্তাবিত বিনা শর্তে আলোচনাকে আন্তরিক নয় বলে নাকচ করে দিয়েছে এবং পিয়ঙইয়ঙকে তাদের কথা কাজে পরিনত করার দাবী আরো একবার জানিয়েছে।

তবে বেইজিংএ আজ এই সংকট নিরসনের জন্যে চেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষট্রের রাষ্ট্রদূত স্টিফেন বসওয়ার্থ উপ বিদেশ মন্ত্রী ঝ্যাং ঝি জু এবং চীনের দূতের সংগে ৬ পক্ষীয় আলোচনা নিয়ে বৈঠক করেন। এর পর তিনি আরো আলোচনার জন্যে জাপানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। চীনের বিদেশ মন্ত্রী ইয়ঙ জিয়েজিও এই ইস্যুটি নিয়ে ওয়াশিংটনে যুক্তরাষট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সংগে আলোচনা করেছেন।

XS
SM
MD
LG