অ্যাকসেসিবিলিটি লিংক

কোরিয় উপদ্বীপের উত্তেজনা পরিস্থিতি


দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুন হে বলেছেন – এই যে উত্তর কোরিয়ার তরফ থেকে একটানা হূমকি আসছে , আক্রমনের এ তিনি হালকাভাবে নিচ্ছেন না । ইতিমধ্যে উত্তর কোরিয়া তার পারমানবিক অস্ত্র সূরক্ষিত রাখতে প্রত্যয় ব্যক্ত করেছে । চীন ও উত্তর কোরিয়ার মধ্যেকার সম্পর্কও আলোচনায় চলে আসছে নতুন করে । বিশ্লেষকেরা বলছেন হম্বি তম্বি পিয়ংইয়াং যতোই করুক না কেন – যুক্তরাষ্ট্রের কোনো লক্ষস্থল নিশানা করে হামলা চালালে সেটা যে আত্মহননেরই শামিল হবে এ উত্তর কোরিয়া ভালো করেই জানে – আসলে তারা যুক্তরাষ্ট্রের কাছে থেকে বৈধতার স্বীকৃতি চাইছে , ভাব করতে চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে । এই যে উত্তর কোরিয়া ১০ লক্ষ সৈন্যের একটা বাহিনী নিয়ে এতো হূংকার দিয়ে চলেছে দক্ষিনের বিরুদ্ধে – যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে , নিত্য দিন - কিম জং উন নিজের ভাবমুর্তি , দেশের ভেতরে শক্তপোক্ত করতেই করছেন এসব ।
কোরিয় উপদ্বীপে চীনের সংশ্লিষ্টতা চীনের জন্যে , দু’ই কোরিয়ার জন্যে গুরুত্ব রাখে এবং এ সম্পর্কের প্রেক্ষিতে চীনের অবস্থান , কোরিয় উপদ্বীপের উত্তেজনা পরিস্থিতি – উত্তর কোরিয়ার লাগাতার হুমকি , দক্ষিন কোরিয়ার হূঁশিয়ারী – এসব মিলিয়ে গোটা পরিস্থিতির পর্যালোচনা করেছেন নিউ ইয়র্ক থেকে সংবাদ বিশ্লেষক-ভাস্যকার ডক্টর সেলিম জাহান । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।koreas tension
please wait
Embed

No media source currently available

0:00 0:04:54 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG