অ্যাকসেসিবিলিটি লিংক

কোরিয়া আলোচনার বিষয়ে ট্রাম্প বলেছেন আলোচনা ফলপ্রসূ হলে তা মানবতার জন্য হবে খুবই ভাল


People watch a TV screen showing North Korean leader Kim Jong Un's New Year's speech, at Seoul Railway Station in Seoul, South Korea, Jan. 3, 2018. North and South Korea agreed Friday to revive their formal dialogue.
People watch a TV screen showing North Korean leader Kim Jong Un's New Year's speech, at Seoul Railway Station in Seoul, South Korea, Jan. 3, 2018. North and South Korea agreed Friday to revive their formal dialogue.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন করে আলোচনার যে ব্যবস্থা করা হযেছে তা অলিম্পিক্সের পরও চলবে এবং আমেরিকা সময় মত তাতে অংশ নেবে।

শনিবার ক্যাম্প ডেভিডে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যে তিনি আশা করছেন যে সিউল ও পিয়ংইয়ং এর মধ্যে আসন্ন বৈঠক ফলপ্রসূ হবে।

৯ই জানুয়ারি দুই কোরিয়ার মধ্যে আসন্ন আলোচনার মূল্যায়ন করে ট্রাম্প বলেন আলোচনা ফলপ্রসূ হলে তা মানবতার জন্য এবং বিশ্বের জন্য হবে খুবই ভাল।

প্রেসিডেন্ট আরও বলেন তিনি দক্ষিণ কোরিয়ার নেতা মুন জাই ইন এর সঙ্গে কথা বলেছেন এবং তিনি ট্রাম্পকে তাঁর দৃঢ় নীতি অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

XS
SM
MD
LG