অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া শিল্প এলাকায় দক্ষিণ কোরিয়ার কর্মীদের প্রবেশ বন্ধ করেছে



উত্তর কোরিয়া, যৌথ উদ্বোগে প্রতিষ্ঠিত শিল্প এলাকায় দক্ষিণ কোরিয়ার কর্মীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। শিল্প এলাকাটি সীমান্তের উত্তরে অবস্থিত। দুই প্রতিপক্ষের মধ্যে একমাত্র পারষ্পরিক সহযোগীতার বিষয়টি আরো বিপন্ন হয়ে পড়লো।


পিয়ংইয়াং, বুধবার শিল্প এলাকাটিতে দক্ষিণ কোরিয়দের প্রবেশ স্থগিত ঘোষণা করেছে। তবে তারা বলছে ঐ এলাকা থেকে শত শত দক্ষিণ কোরিয়ার কর্মীদের বেরিয়ে আসার অনুমতি দেবে।

দক্ষিণ কোরিয়া বলছে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে সেটা তাদের জানানো হয়নি। তবে এই নিষেধাজ্ঞা যদি চলতে থাকে তাহ’লে কর্মীদের খাদ্য এবং অন্যান্য সরবরাহ শেষ হয়ে যাবে বলেও তারা সতর্ক করেছে।
কোরিয়া একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কিম হাইয়ুং সিওক বলনে, কর্মীদের সুরক্ষাই হচ্ছে সোলের প্রধান কাজ।


তিনি বলেন উত্তর কোরিয়া যে শিল্প এলাকায় প্রবেশ স্থগিতের পদক্ষেপ নিয়েছে তাতে ঐ এলাকার ব্যবস্থাপনার কাজ স্থিতিশীল রাখার ওপরে বাধা সৃষ্টি করবে।
XS
SM
MD
LG