অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধাপরাধের অভিযোগে কসোভোর প্রেসিডেন্টের পদত্যাগ


কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি এটা নিশ্চিত করেছেন যে, তাঁকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের জন্য দোষী সাব্যস্ত করা হয়। থাচি আজ এক সংবাদ সম্মেলনে জানান যে দোষী সাব্যস্ত হওয়ায়, তিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ।

থাচি ছিলেন কসোভো লিবারেশান আর্মির কমান্ডার। এটি ছিল আলবেনীয় জাতিগোষ্ঠির একটি গেরিলা গ্রুপ যারা ১৯৯৮-৯৯ সালের যুদ্ধের সময়ে বেলগ্রেডের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। বিশেষ একটি অভিশংসকের দপ্তর থাচি এবং অন্যান্য সন্দেহভাজনদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে যে, তারা প্রায় ১০০ জনের হত্যাকান্ড ঘটানোর জন্য দায়ী, তা ছাড়া জোর করে লোকজনকে গুম করা এবং নির্যাতন করার জন্যও এদের দায়ী করা হয়েছে। থাচি যুদ্ধাপরাধ সংঘটনের সব অভিযোগ অস্বীকার করেছেন।

.

XS
SM
MD
LG