করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতির প্রেক্ষাপটে, কসোভোতে আজ, সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে I কসোভোতে করোনা ভাইরাসে ১৫০০ জনের মৃত্যু হয়েছেI নুতন সরকারের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বেকারিত্বের হার কমানো, সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান এবং দুর্নীতি অপসারণI
সমীক্ষায় দেখা যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী, ভেতেভেনডোজে, সেদেশের সংখ্যাগরিষ্ঠ আলবেনিয়ানদের ভোটে জয়যুক্ত হবেনI