পশ্চিমবঙ্গে সারদা চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তে ইডি আজ তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষকে জেরা করেছে।
ভারতের আর্থিক অনিয়ম নিয়ে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি আজ বুধবার সাসপেন্ডেড তৃণমূল নেতা কুণাল ঘোষকে কলকাতার ইডি দফতরে ডেকে পাঠিয়ে দু'ঘন্টা ধরে টানা জেরা করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সারদা চিট ফান্ড কোম্পানির মিডিয়া বিভাগের প্রধান হিসেবে তিনি বিপুল অঙ্কের টাকা নিয়েছেন। একদা কলকাতা থেকে প্রকাশিত দু'টি দৈনিক, ইংরেজি কাগজ "বেঙ্গল পোস্ট", আর বাংলা কাগজ "সকালবেলা"র প্রধান সম্পাদক ছিলেন কুণাল। ওই মিডিয়া বিভাগের আড়ালে সারদার কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছিল কিনা, ইডি সেদিকটাও দেখছে। ইডির অফিসারদের কুণাল বলেছেন, সারদা তদন্তের স্বার্থে তাঁকে আর মুকুল রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। কুণাল বলেন, দলত্যাগ করে বিজেপিতে যোগ দিলেও একদা মুকুল রায় ছিলেন তৃণমূলের দ্বিতীয় ক্ষমতাধর নেতা। তাঁর কাছ থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে।
কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।