সিরিয়াকে পর্যবেক্ষণকারী গোষ্ঠি এবং সক্রিয়বাদীরা বলছেন কুর্দি যোদ্ধারা সিরিয়ার সীমান্ত নগরী কোবানী থেকে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠিকে বিতাড়িত করেছে। এর দু দিন আগেই জিহাদিরা ঐ শহরের বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছিল।
আই এস গোষ্ঠিটি বৃহস্পতিবার ঐ শহরে অনুপ্রবেশের পর থেকে কমপক্ষে ১৭৪ জন বেসামরিক লোককে হত্যা করেছে।
দ্য এসোসিয়েটেড প্রেস বলছে যে কুর্দি যোদ্ধারা এখন আই এস জঙ্গিদের খুজছে যারা হয়ত কোবানীতে লুকিয়ে আছে।
স্থানীয় সাংবদিক রুদি মোহাম্মদ আমিন বলছেন কুর্দির সবটাই কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে আছে।
যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটের বিমান অভিযানের সহায়তায় এ বছরের গোড়ার দিকেই কুর্দি যোদ্ধারা তুর্কি সীমান্তবতূী কোবানী শহরটি দখল করে নেয় এবং আই এস নিয়ন্ত্রিত অন্যান্য সীমান্ত এলাকায় ও তারা ধীরে ধীরে প্রবেশ করছে।