অ্যাকসেসিবিলিটি লিংক

কূর্দী স্বাধীনতা গণভোট এবং ইরাকের হুমকি


কূর্দী জনগণ স্বাধীনতা গণভোটে সর্বসম্মতভাবে অনুমোদন লাভের পর, ইরাক, দলছুট রাষ্ট্র কুর্দিস্তানকে শাস্তি দেবার লক্ষে তাদের আকাশসীমা বন্ধ করে দিতে এবং তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়ার হুমকি দিয়েছে I সংসদ বুধবার এই গণভোটকে অসাংবিধানিক বলে উল্লেখ করে এবং প্রধানমন্ত্রী আল আবাদিকে তেলসমৃদ্ধ, কুর্দিদের দখলিত, কিরকুকে সেনা পাঠানোর অনুরোধ জানায় I সংসদ ৩৪টি দেশ,যাদের কুর্দিস্তানে কূটনৈতিক মিশন রয়েছে ,তা বন্ধ করে দেবার অনুরোধ জানায় I

কিরকুক'র পরিস্থিতি এখন থমথমে; তবে আপাত দৃষ্টিতে গণভোটে জয়ী হবার পর, সেখানে কূর্দী পতাকাইবেশি দৃশ্যমান I খালিদ মোহাম্মদ নামের একজন গ্রোসারি মালিক আশংকা করছেন, যে এখানে কিছু একটা সহসাই ঘটতে পারে I শিয়া মিলিশিয়ারা অচিরেই কূর্দী পেশমার্গাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হতে পারে I

XS
SM
MD
LG