অ্যাকসেসিবিলিটি লিংক

আগ্নেয়গিরির ছাই উদগীরণের কারণে বন্ধ করে দেওয়া হলো লা পালমা বিমানবন্দর


রাত্রিকালীন ড্রোনে ধারণ করা লা পালমা'র আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভার স্রোত ২২শে সেপ্টেম্বর, ২০২১/রয়টার্স
রাত্রিকালীন ড্রোনে ধারণ করা লা পালমা'র আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভার স্রোত ২২শে সেপ্টেম্বর, ২০২১/রয়টার্স

এক সপ্তাহ ধরে আগ্নেয়গিরি থেকে ছাই নির্গত হতে থাকলে, স্পেনের লা পালমা দ্বীপের বিমানবন্দর শনিবার বন্ধ করে দেওয়া হয়I বিজ্ঞানীরা জানাচ্ছেন, আরো একটি আগ্নেয়গিরির মুখ উন্মোচিত হয়েছে যা, দ্বীপের লোকজনের জন্য সম্ভাব্য নতুন বিপদ ডেকে আনতে পারেI

১৯শে সেপ্টেম্বর শুরু হওয়া এই অগ্নুৎপাতের তীব্রতা সাম্প্রতিক দিনগুলিতে আরো বৃদ্ধি পেয়েছে, যার ফলে আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলে অদূরে আটলান্টিক মহাসগরীয় স্পেনের ক্যানারি দ্বীপের আরও তিনটি গ্রামের লোকজনকে উদ্ধার করা হয় I প্রায় ৭০,০০০ লোককে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।

৮৫,০০০ জনগোষ্ঠী অধ্যূষিত লা পালমাতে ১৯৭১ সালের পর এই প্রথম অগ্ন্যুত্পাত ঘটলোI

লা পালমা বিমানবন্দরের পরিচালক, আয়েনা বলেন, ছাই জমে যাওয়ার জন্য বিমানবন্দরটি এখন অকেজো হয়ে পড়েছেI ক্যানারি দ্বীপের অন্যান্য বিমানবন্দর শনিবার চালু থাকলেও, বেশ কতকগুলি বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে।

আগ্নেয়গিরি থেকে নতুন করে গলিত পাথর ও ছাই নির্গমনের কারণে, জরুরি কর্মীরা উদ্ধার তৎপরতা বন্ধ করতে বাধ্য হনI ক্যানারি দ্বীপের আগ্নেয়-বিজ্ঞান ইনস্টিটিউট জানায়, শনিবার সকালে আগ্নেয়গিরি'র আরো একটি মুখ খুলে যায়I

ক্যানারি দ্বীপের আগ্নেয়গিরি জরুরি পরিকল্পনা বিভাগের প্রধান, মিগুয়েল এঞ্জেল মরকুএন্ডে বলেন, লাভার স্রোত পার্বত্য এলাকা বেয়ে দ্বীপটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে বয়ে চলেছে , লাভা স্রোতের গতির পথে শত শত ঘরবাড়িসহ সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়েছেI তবে স্রোতের গতি অনেকটাই এখন মন্থর, এবং সাগর থেকে প্রায় দুই কিলোমিটার বাকি থাকতে সেই লাভার স্রোত এখন আর এগোচ্ছে না I

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এই স্রোত কখন সাগরে গিয়ে পৌঁছাবে বা অন্য কোনো ভবিষ্যৎবাণী দেয়ার সাহস আমি করছি না"I
(এপি)

XS
SM
MD
LG