অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক নেতা জেরেমি করবিনকে বরখাস্ত করেছে লেবার পার্টি


ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টি বৃহস্পতিবার তাদের সাবেক নেতা জেরেমি করবিনকে বরখাস্ত করেছে। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত করবিনের আমলে লেবার পার্টিতে ক্রমাগত ইহুদি বিদ্বেষের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ইক্যুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) ২০১৯ সালের মে মাসে একটি তদন্ত শুরু করে, যা বৃহস্পতিবার প্রকাশিত হয়। ইএইচআরসি তাদের প্রতিবেদনে জানিয়েছে যে সমতা আইনের তিনটি লঙ্ঘনের জন্য লেবার পার্টিকে দায়ী করা হয়েছে যার মধ্যে রয়েছে ইহুদিবিদ্বেষ বিরোধী অভিযোগে রাজনৈতিক হস্তক্ষেপ; অভিযোগ পরিচালনার জন্য যথাযথ প্রশিক্ষণ প্রদানে ব্যর্থতা; এবং হয়রানি। প্রতিবেদনের বিশ্লেষণে বলা হয়েছে "দলের মধ্যে একটি চক্র ইহুদি বিদ্বেষ প্রতিরোধে যথেষ্ট কাজ করেনি বরং তারা এটিকে মেনে নিয়েছিল।" ফেসবুক একাউন্টের পোস্টে প্রাথমিক প্রতিক্রিয়ায় করবিন ইহুদিবিদ্বেষকে "একেবারে ঘৃণ্য" বলে অভিহিত করেন এবং জোর দিয়ে বলেন যে তিনি দলে অভ্যন্তরীণ পরিবর্তন আনতে চেয়েছিলেন এবং প্রতিবেদনের সকল তথ্য অস্বীকার করেন।

XS
SM
MD
LG