অ্যাকসেসিবিলিটি লিংক

নিউইয়র্কে জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য স্থাপন


নিউইয়র্ক সিটির ম্যানহাটেনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র ডি ব্লাসিওর অনুমতি ও স্থান নির্ধারণের পর সোমবার ভাস্কর্যের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

ভাস্কর্য উদ্বোধনের আগে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করেন অনুষ্টানে আগত সকলেই। এরপর ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, ভাস্কর্য’র নকশাকার শিল্পী খুরশীদ সেলিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, মুক্তধারার কর্নধার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক নিনি ওয়াহেদ প্রমুখ।

ফেব্রুয়ারী মাসব্যাপী অস্থায়ী এ ভাস্কর্যটির ঐ স্থানে রাখা হবে।

sculpture
sculpture

XS
SM
MD
LG