অ্যাকসেসিবিলিটি লিংক

কিয়েভ এবং ইউক্রেনে রুশপন্থীদের মধ্যে আলোচনার আহবান জানিয়েছেন সেরগেই লাভ্রভ


সংকট নিরসণে কিয়েভ এবং দক্ষিন-পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে আলোচনার আহবান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভ্রভ।

তিনি বলছিলেন, রাশিয়া বিশ্বাস করে যে কিয়েভ এবং তার বিরোধীদের মধ্যকার আলোচনা, ইউরোপের অর্গানাইজেশন ফর সিকিউরিটি এ্যান্ড কোঅপরেশন এর কাঠামোর মধ্যে থেকেই করা সম্ভব। আমরা আশা করি আমাদের অংশীদারেরা, আমাদের পশ্চিমা বন্ধুরা ইউক্রেনের জনগনকে কোনো প্রকার বাধা না দিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হতে দেবেন।

পূর্ব ইউক্রেনে স্থানীয় কতৃপক্ষ বলেছে বুধবার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা হর-লিভকা শহরের সিটি কাউন্সিলের ভবন দখল করে নিয়েছে।

ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেছেন দেশের পূর্ব অঞ্চলে রুশ পন্থীদের কারনে তার সরকার সেখানে অসহায় হয়ে পড়েছে এবং এমন অবস্থা যে কিয়েভেই নিজেদের মধ্যে নিয়নস্ত্রন রাখা কঠিন হয়ে পড়ছে। বুধবার ওলেকসান্দার তুর্চীনভ আঞ্চলিক প্রষশাসকদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন।
XS
SM
MD
LG