অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি বিধায়কদের আরও বিমান অভিযান অনুমোদন


ফরাসি বিধায়করা ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিমান আক্রমণে সে দেশের অংশগ্রহণ আরও বাড়িয়ে তুলতে রাজি হয়েছেন। এক সপ্তা আগেই মাত্র ঐ উগ্রবাদী ইসলামি গোষ্ঠির সঙ্গে সম্পৃক্ত বলে দাবিদার তিন জন প্যারিসে ১৭ ব্যক্তিকে হত্যা করে।

নির্বাচনের আগে মঙ্গলবার জাতীয় পরিষদে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল বলেন যে ফ্রান্স কোন ধর্মের বিরুদ্ধে নয় , উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে। তিনি বলেন ফ্রান্স , সন্ত্রাসবাদ , জিহাদ বাদ এবং উগ্র ইসলামবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করছে । ফ্রান্স ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোন লড়াই করছে না। যেমনটি প্রেসিডেন্ট বলেছেন ফ্রান্স অতীতের মতো বরাবর তার নাগরিকদের সুরক্ষা প্রদান করবে।

ইউরোপীয় পুলিশ সংগঠন বা ইউরোপোল এর প্রধান মঙ্গলবার জানান যে সিরিয়ায় প্রায় ৫০০০ ইউরোপীয় লড়াইয়ে যোগ দিয়েছে এবং এতে উদ্বেগ দেখা দিয়েছে যে ভাড়াটে সৈন্যরা নিজেদের দেশে ফিরে এসে সন্ত্রাসী আক্রমণ চালাতে পারে।

ফ্রান্স হচ্ছে বেশ কয়েকটি ইউরোপীয় এবং মধোপ্রাচ্যের দেশগুলোর অন্যতম যারা আই এস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটে যোগ দিয়েছে ।

XS
SM
MD
LG