১৯ ফেব্রুয়ারি থেকে দেড় মাস কেটে গেল কলকাতা হাইকোর্টের আইনজীবিদের কর্মবিরতির। দাবি না মেটায় ইতিমধ্যেই তা ১৯ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত ঘোষণা করল তাঁদের ৩টি সংগঠন। কেন্দ্রীয় সরকার দাবি মেনে অন্তত ২০ জন বিচারপতি নিয়োগ না করলে তার পরেও অচলাবস্থা চলতে পারে। বিচারপ্রার্থীরা অসহায় হয়ে দেখছেন। আইনজীবিরা পাল্টা যুক্তি দিয়ে বলছেন, হাইকোর্টের ৭২ জন বিচারপতির পদ থাকলেও ৪২টি পদ খালি। এই কি অবস্থা স্বাভাবিক থাকবার নমুনা? এ বার দাবি না মেটা পর্যন্ত তাঁরা ছাড়বেন না।